Site icon janatar kalam

নতুন প্রক্রিয়ায় ভোটাধিকার,, বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা:-
রাজ্য শুরু হয়েছে ভোটার কার্ডে আধার সংযোজন প্রক্রিয়া। সাথে চলছে নতুন ফরমে ভোটার তালিকায় নতুনদের নাম সংযোজনের কাজও। একে নতুন ভোটাররা বছরে চারবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। উদ্দেশ্য একটাই কোন বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়ে। শুক্রবার নিজের অফিস কক্ষে বসে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সদরের মহকুমা শাসক অসীম সাহা।সাংবাদিক সম্মেলনে এদিন মহকুমা শাসক শ্রী সাহা আরো জানান আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে সদর মহকুমা প্রশাসনের তরফেও পৃথকভাবে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে তিন দিনব্যাপী চলবে এই কর্মসূচি। ১৩ আগস্ট সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা আটটায় উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বাইক মিছিল। বাইক মিছিলের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ১৪ আগস্ট এস ডি এম অফিসে কচিকাঁচা শিশুদের নিয়ে তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। এছাড়াও রয়েছে সদর মহকুমা প্রশাসনের কর্মীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version