জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও ক্লাবেরও ৭৫ তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে তোলার জন্য এবারো নানা কর্মসূচির আয়োজন করে সংহতি ক্লাবের কর্মকর্তারা। যদিও প্রতিবছরই স্বাধীনতা দিবস ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে থাকে এই ক্লাব। তবে বিগত দিনের তুলনায় এবারের বর্ষটির তাৎপর্য রয়েছে নানা দিক দিয়ে অনেক। আগামী ১৫ আগস্ট ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে স্বেচ্ছা রক্তদান শিবির। একই সাথে অনুষ্ঠিত হবে চক্ষুদান, দেহদান, বিবাহ নিবন্ধীকরণ ও আধার নিবন্ধীকরণ শিবির। ইতিমধ্যেই ক্লাব গৃহে অনুষ্ঠিত হয় কচিকাচা শিশুদের মধ্যে বয়স ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানালেন ক্লাবের সম্পাদক তথা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার এদিন আরো জানান প্রতিষ্ঠা দিবসের দিন আয়োজিত শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও থাকবেন বিধায়ক সুরজিৎ দত্ত, কর্পোরেটর অভিষেক দত্ত, কাটিয়া বাবা আশ্রমের মহারাজ সহ আরো অনেকে।