Site icon janatar kalam

কেন্দ্রের নির্দেশে তথ্য মন্ত্রীর উদ্যোগে রাজ্যে হবে ৭৫ তম বেমিশাল স্বাধীনতা দিবস পালন #Har Ghar Tiranga

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৫তম স্বাধীনতা দিবসে দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে এবং দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যেও হর ঘর তিরঙ্গা
কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ১২ই আগষ্ট রাজধানী আগরতলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। এই র‍্যালিতে রাজ্যের দুটি লোকসভা আসনের সাংসদ সহ রাজ্য মন্ত্রীপরিষদের সকল সম্মানিত মন্ত্রীদের পাশাপাশি বিধানসভার অন্যান্য সম্মানিত সদস্য-সদস্যারাও উপস্থিত থাকবেন। এই র‍্যালিতে অন্যান্য সকল স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজ্যের সকল স্তরের নাগরিকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করলেন রাজ্যের তথ্য ও সাংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। এই র‍্যালিকে ঐতিহাসিক রূপদানের জন্য বুধবার সচিবালয়ের মন্ত্রীর নিজ অফিস কক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠকে অংশগ্রহণ করে এই বক্তব্য জানান রাজ্যের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ।

Exit mobile version