Site icon janatar kalam

কড়া নিরাপত্তায় রাজ্যেও পালিত হলো মহরম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আরবি শব্দ মহরম এর অর্থ হলো পবিত্র। এটি মুসলমানদের কাছে অত্যন্ত দুঃখের দিন। এদিন কারবালায় নবী মহম্মদের নাতি হোসেনকে হত্যা করা হয়। তার জন্য এদিন শোক পালন করেন মুসলিমরা। সেদিনের বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম। যদিও শিয়া ও সুন্নি সম্প্রদায় ভুক্তদের মহরম উদযাপনের রীতি আলাদা। শিয়া সম্প্রদায়ের মানুষেরা মহরমের দিন কাল পোশাক পড়ে হোসেন তার পরিবার ও শহীদদের স্মরণ করেন। রাস্তায় তারা তাজিয়ে নিয়ে শোভাযাত্রা বের করে। দেশের বিভিন্ন প্রান্তের সাথে এদিন রাজ্যেও এই মহরম উদযাপন করলো সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী লোকজন। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে স্থানীয় বিভিন্ন পদ পরিক্রমা করেন। মঙ্গলবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই সম্পন্ন হয় এই মহরম। আর মহরমকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Exit mobile version