বৃহস্পতিবার বিরোধীদল সিপিআইএম এর সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয়. এদিনের বৈঠকে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ বলেন সরকারি ভাবে গরিবদের জন্য যে ত্রাণের বেবস্থা করা হচ্ছে সেটা শাসক দলের মাধ্যমে বণ্টন হওয়াটা ঠিক নয়. সরকারি প্রতিনিধিদের দ্বারা ত্রাণ বিতরণ হওয়া উচিত. পাশাপাশি লক ডাউন প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ জানান হুট করে লক ডাউন উঠা যাবেনা তাই তিনি রাজ্যের জনগণের কাছে আহ্বান রাখেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিয়ম নীতি মেনে চলার জন্য. তাছাড়া এদিন তিনি তথ্যের ভিত্তিতে ড্রেইনের জলে করোনা ভাইরাস পাওয়া নিয়ে বলেন যারা সাফাইয়ের কাজে নিযুক্ত তাদের কে সুরক্ষা সামগ্রী প্রদানের পাশাপাশি চিকিৎসা শাস্ত্রে জড়িত ডাক্তার ও নার্সদের ও সুরক্ষা সামগ্রী প্রদানের আহ্বান রাখেন সরকারের কাছে.