Site icon janatar kalam

হর-ঘর তেরেঙ্গা নিয়ে বিরোধী দলনেতার তোপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সোমবার মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজন করা হয় এক সেচ্ছা রক্তদান শিবির। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের দিন স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এদিন উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। শিবিরে অংশ নিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের হর ঘর তেরেঙ্গা কর্মসূচি প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা বলেন, তারা তো এই পতাকাটা স্বীকারই করেনি। তাদের নেতা বলেছে তেরেঙ্গা ভারতবর্ষের পতাকা হতে পারে না। গৈরিক হবে ভারতের পতাকা। 2000 সালে প্রথম এই দলটি ও তাদের শাখা সংগঠন প্রথম জাতীয় পতাকা তুলতে শুরু করে যখন এরা কেন্দ্রে সরকারে আসে। আর এখন বলছে ঘরে ঘরে পতাকা লাগাও। তাও আবার যে জাতীয় পতাকা, সেই শব্দটা ব্যবহার করেনি। বলছে তেরঙ্গা। এর পেছনে একটা উদ্দেশ্য লুকায়িত আছে। এর থেকে তারা বুঝতে পারছে যে জন বিচ্ছিন্নতায় ভুগছে। তাই ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা চলছে। অতীতের ব্রিটিশদের পদলেহনের ভূমিকা নতুন প্রজন্মের কাছে ভুলিয়ে দিতে চাইছে তারা। তাই আজকের মত একটি গুরুত্বপূর্ণ দিনে এই রক্তদান কর্মসূচির গুরুত্ব রয়েছে অনেক।

Exit mobile version