Site icon janatar kalam

চিন্তা নেই! কংগ্রেসে বাপ্টুর যোগদানে সুদীপের শক্তি বৃদ্ধি

সাংগঠনিক র তৎপরতা প্রদেশ কংগ্রেসের:-
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে উঠল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রবিবার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত যোগদান সভায় প্রচুর সংখ্যক ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন তেরঙ্গা ঝান্ডা।
রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহ মঞ্চে এই যোগদান সভায় এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন কিছু রাজনৈতিক দল কংগ্রেসকে সফট টার্গেট করে। তাদের লক্ষ্য হল কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসের জায়গায় আসা। তাদের লক্ষ্য হচ্ছে প্রধান প্রতিপক্ষের জায়গায় কি ভাবে আসা যায় সেই চেষ্টাই এরা দিন রাত করে আসছে। কিন্তু কংগ্রেসের লক্ষ্য হল ভারতকে জুরে রাখা। ভারতীয়দের জাত পাতের নামে আঞ্চলিকতার নামে ভাষার নামে যেন বিভক্ত না হয়, রক্ত যাতে না ঝরে সেটাই কংগ্রেসের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। সেই লক্ষ্য রেখে কংগ্রেস কাজ করে যাচ্ছে দেশকে অখণ্ড রাখার জন্য। তিনি আরো বলেন তৃনমূল কংগ্রেস ছেড়ে যারা কংগ্রেসে যোগদান করতে এসেছেন। এই ঘরটা খালি হবার পথে। আর যে দু চার পাঁচ জন আছেন তারাও কংগ্রেসের সাথে যোগাযোগ রেখে চলেছেন এবং অতিসত্বরই যোগ দেবেন বলে তিনি বিশ্বাস করেন। এদিনের যোগদান সভায় প্রদেশ কংগ্রেসের পক্ষে শ্রী সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপালচন্দ্র রায়, আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বে।এদিন সদ্য তৃনমূলে যোগ দেওয়া প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারন সম্পাদক বাপ্টু চক্রবর্তী সহ অনেকে কংগ্রেস দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। খয়েরপুর, বড়দোয়ালি, বড়জলা ,প্রতাপগড় সহ বিভিন্ন জায়গা থেকে অনেকে কংগ্রেস দলে যোগদান করেন বলে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে।

Exit mobile version