জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে উদযাপিত অষ্টম জাতীয় হস্ত কারু দিবস। রবিবার রাজ্য সরকারের হস্ত কারুশিল্প উন্নয়ন দপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক সেমিনার, প্রদর্শনী ,সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কুন্তল দাস সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে অতিথিরা রাজ্যে উৎপাদিত বিভিন্ন হস্তকারু শিল্প নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে উৎপাদিত বিভিন্ন সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে। উৎপাদিত সামগ্রী বাইরে বিক্রি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দপ্তর। এছাড়া এই শিল্পের মান যাতে আরো উন্নত করা যায় তার জন্য শিল্পীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে আগামী দিন।