জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শ্রমজীবী অংশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট ১৩ দফা দাবিতে আবারো আগরতলা শহরে গর্জ্যমান মিছিল করে শ্রম দপ্তরের কমিশনারের নিকট গণডেপুটেশন প্রদান করল সিআইটিইউ। শনিবার সংগঠনের রাজ্য কার্যালয় থেকে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। পরে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের সাথে দেখা করে শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এই গন ডেপুটেশনের নেতৃত্ব দেন সি আই টি ইউ রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন তিনি অভিযোগ করে বলেন বামফ্রন্ট সরকারের সময়ে শ্রমজীবী অংশের মানুষদের জন্য একটি বিশেষ বোর্ড গঠনের মধ্য দিয়ে তহবিল করা হয়েছিল। যে তহবিল থেকে শ্রমজীবী অংশের লোকজন বিশেষ প্রয়োজনে আর্থিক সহায়তা পেয়ে থাকতেন। এর জন্য সরকারিভাবে প্রচুর টাকাও রাখা হতো। আর বর্তমান সরকার এখন এই ফান্ড অন্য খাতে ব্যয় করছে। এতে করে বঞ্চিত হচ্ছে শ্রমজীবী অংশের মানুষ।