জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আবারো সগৌরবে আগরতলা থেকে দৌড় শুরু করলো দেওঘর এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় আগরতলা স্টেশনে শতশত অনুকূল ঠাকুরের ভক্তদের খোল ,মাদল করতাল এবং উদ্দাম নৃত্যে মুখরিত আবহে যাত্রার সূচনা করলেন পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। তিনি বলেন আজ বড় আনন্দের দিন। দীর্ঘ সময় করোনার কারণে , এরপর আরো কিছুদিন প্রাকৃতিক দুর্যোগের কারনে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারো যাত্রা শুরু হলো দেওঘর এক্সপ্রেস-এর ও।