৭ দফা দাবির ভিত্তিতে সদর মহকুমা শাসকের দ্বারস্থ ডি ওয়াই এফ আই ও উপজাতি যুব সংগঠন টি ওয়াই এফ . এদিন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব রাজ্যে যে বেকার গৃহশিক্ষরা রয়েছে যার এই শিক্ষকতায় উপার্জনের একমাত্র রাস্তা যারা আজ এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে তাদের প্রত্যেককে ৫০০০ টাকা অনুদান দেওয়ার ও রাজ্যের যেসব ছাত্রছাত্রীরা বহিঃরাজ্যে রয়েছেন তাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি বহিরাজ্যের যেসব শ্রমিকরা রয়েছে তাদের প্রতি দৃষ্টি রাখাসহ মোট ৭ দফা দাবি নিয়ে সদর মহকুমার শাসকের কাছে মিলিত হয় ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ বলে জানালেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব .