জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
বর্তমানে দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছে পাশাপাশি নেতৃত্ব দিচ্ছে গোটা দেশকেও যার অন্যতম উদাহরণ সদ্য নির্বাচিত ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্ব লাভ করা কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, জেলাশাসক বিশ্বশ্রী বি, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নবাদল বণিক সহ অন্যান্য অতিথি এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। প্রথমেই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বিবেকানন্দ শিশু নিকেতনের নবনির্মিত কম্পিউটার ল্যাব এর দারোউদঘটন করেন। পরবর্তী সময়ে বিশালগড় টাউনহলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্কুল পরিচালন কমিটি এবং ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের অভাবনীয় ফলাফলের জন্য প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি তিনি বলেন বর্তমানে রাজ্যের নয় গোটা দেশ জুড়ে মেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে যা নিঃসন্দেহে এক বিশেষ দিক। তাছাড়া মুখ্যমন্ত্রী নারী স্বশক্তি করনে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরে। অন্যদিকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে কে বলেন রাজ্যে ncert সিলেবাস লাগু করা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত যার ফলে উপকৃত হয়েছে রাজ্যের ছাত্র-ছাত্রীরা।