Site icon janatar kalam

রাজ্যে মহা ধুমধামে স্বাধীনতা দিবস উদযাপনের বার্তা মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সামনেই ঘনিয়ে আসছে দেশের স্বাধীনতা দিবস। আর এই বছর স্বাধীনতার ৭৫ তম বর্ষ প্রতিপালন করা হবে মহা ধুম ধামে। এই বর্ষকে নামাকরন করা হয়েছে আজাদী কা অমৃত মহোৎসব হিসাবে। তাই দেশের সুরে সুর মিলিয়ে রাজ্যেও চলছে সমানভাবে তার প্রস্তুতি। দেশের প্রধানমন্ত্রীর আহ্বান “হর ঘর তেরঙ্গা” কর্মসূচী রাজ্যেও পালন করা হবে যথাযোগ্য মর্যাদায়। এই কর্মসূচীতে রাজ্যের সমস্ত অংশের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরো বলেন,এদিন দেশের আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে গোটা দেশব্যাপী যে কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে ১০ টি রাজ্যের মধ্যে ত্রিপুরা হল একটি। রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে নানা ধরনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তা বেশ সাফল্যের সঙ্গেই বাস্তবায়িত হচ্ছে।আজাদী কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে হর ঘর তেরঙ্গা কর্মসূচীতে জাতীয় পতাকা সরবরাহ করার ক্ষেত্রে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। নাগরিকরা যেন জাতীয় পতাকা কিনে নিতে কোনও অসুবিধা না হয় তার জন্য পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস সমস্ত সরকারী কার্যালয়ে মিলবে জাতীয় পতাকা।রাজ্যে ৫ লক্ষ ৩৭ হাজার জাতীয় পতাকা তৈরী আছে। রাজ্য সরকারের লক্ষ্য, অন্তত ৬০ শতাংশ স্থানে যেন জাতীয় পতাকাকে মানুষের কাছে পৌছে দেওয়া যায়। তার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

Exit mobile version