জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বাংলা শ্রাবণ মাসের শেষ দিন পুজিত হবেন দেবী মনসা। আর তারই প্রস্তুতি চলছে এখন সর্বত্র।
মাঝে হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাকি। শ্রাবণ মাসের শেষ দিন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে পূজিত হবেন দেবী মনসা। একই সাথে সেদিন শেষ হবে মাসব্যাপী চলা পদ্মাপুরন। তাই দেবী বন্দনাকে ঘিরে সর্বত্রই যেন চলছে এখন প্রস্তুতি। আর এই প্রস্তুতিতে পিছিয়ে নেই রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গাবাড়িও। প্রতিবছরই সরকারি উদ্যোগে এই দুর্গাবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয় মনসা পূজা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার সকালে শুক্লা পক্ষের নাগপঞ্চমীতে প্রথা মেনে দুর্গা বাড়িতে দেওয়া হল মনসা পূজার কাঠামখিলি। ধর্মীয় রীতিনীতি মেনেই এদিন দেওয়া হয় প্রতিমা নির্মাণের কাঠামখিলি।