Site icon janatar kalam

২৮ দফা দাবীর সমর্থনে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের কনভেনশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২৮ দফা দাবীর সমর্থনে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলার টাউন হলে। ছিলেন সংগঠনের নেতৃত্ব শ্যামল দে, বিধায়ক ভানু লাল সাহা সহ অন্যান্যরা। এদিন ক্ষেতমজুর ইউনিয়নের দাবিগুলির যৌক্তিকতা সম্পর্কে অবহিত করেন সম্পাদক শ্যামল দে। উল্লেখ্য সারা দেশের প্রায় 500 টি জেলায় একই দিনে খেতমজুর ইউনিয়ন এই কর্মসূচি রূপায়ণ করবে | ত্রিপুরা রাজ্যে আগরতলা টাউন হলে খোয়াই, পশ্চিম ত্রিপুরা জেলা ও সিপাহী জলা জেলা যৌথভাবে কনভেনশন অনুষ্ঠিত করছে | বাকি জেলা সদর গুলোতে খেতমজুর ইউনিয়নের কর্মীবৃন্দ নিজেরাই এই কনভেনশন সংঘটিত করবে বলে জানিয়েছেন রাজ্য নেতৃবৃন্দ।

Exit mobile version