জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-1957 সালের 31 জুলাই দিল্লিতে তৎকালীন নেহেরু সরকারের আমলে শ্রমিক আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল ভূপ সিং এর | তারপর থেকে প্রতি বছর 31 জুলাই দিনটিকে শহীদ দিবস ও সাফাই কর্মচারী দিবস হিসেবে পালন করে আসছে | রবিবার আগরতলা পুর নিগমের সামনে ভূপ সিং এর শহীদ দিবস পালন করেছে সাফাই কর্মী সংঘ ত্রিপুরা রাজ্য কমিটি | নেতৃত্বে ছিলেন সাফাই কর্মী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির প্রভারি তনুজ কুমার সাউ | এদিন ত্রিপুরা রাজ্য প্রভারি আরো অভিযোগ করে বলেন, গত চার-পাঁচ মাস আগে ত্রিপুরা সাফাই কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি হয়েছিল কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আগরতলা পুর নিগমের সহ অন্যান্য পুর ও নগর সংস্থাগুলি বেতন ভাতা বৃদ্ধির কোনও পদক্ষেপ গ্রহণ করছেনা | শীঘ্রই সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানিয়েছে সাফাই কর্মী সংঘ |