জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কিংবদন্তী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী | প্রবাদ প্রতিম গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ মন্ত্রী শ্রী চৌধুরী | মন্ত্রী বলেন,নির্মলা মিশ্রের প্রয়াণ বাংলা সঙ্গীত জগতে এক মহীরূহ পতন। অন্য সুরলোকে চলে গেলেও নির্মলা মিশ্রের স্মৃতি হিসেবে রেখে গেলেন তাঁর কন্ঠে গাওয়া অসংখ্য গান।নির্মলা মিশ্র’র ভক্তদের হৃদয় জুড়ে এখনও তাঁর গানের রাজত্ব। মানুষের মনের যত আবেগ-অনুভূতির ঝাঁপি অনায়াসে উপুড় করে দিতেন তাঁর গানের মাধ্যমে। ‘এমন একটা ঝিনুক খুঁজে’, ‘চাঁদকে নিভিয়ে রাখো’, ‘যায় রে এ কী বিরহে’, ‘সুখ যে আমার’, ‘তোমার আকাশ দু’টি চোখে’, ‘আজ কোনও কাজ নেই’, ‘ও আমার মন পাখি’, ‘আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে’, ‘আকাশে নেই তারার দীপ’, ‘ও তোতা পাখি রে’-র মতো জনপ্রিয় বাংলা গানগুলি গেয়েছিলেন তিনি। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে তিনি মুগ্ধ করেছেন সঙ্গীতপ্রেমীদের। এই কণ্ঠের কোনও মৃত্যু নেই! তাঁর পরিবার এবং অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।