জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজধানী আগরতলার মেলারমাঠ স্থিত এগিয়ে চলো সংঘের উদ্যোগে রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। একই সাথে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এদিন ক্লাবের তরফে দেওয়া হয় সংবর্ধনা। এই রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ আরো অনেকে। এ ধরনের কর্মসূচির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন বিকল্প নেই। রক্তদানের মত আর কোন মহৎ কাজ হতে পারে না।