জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শনিবার আগরতলায় এক জরুরী ভিত্তিতে এক সাংবাদিক সন্মেলন আহবান করে রাজ্য নির্বাচন কমিশন। সাংবাদিক সন্মেলনে কিছু নয়া নির্দেশিকা নিয়ে সাংবাদিকদের অবহিত করেন
রাজ্যের নির্বাচন কমিশনার কিরণ গিত্যে। তিনি জানান, নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে প্রত্যেক ভোটারকে তার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করার কাজ বাধ্যতামুলক। এই কাজ করতে ভোটারদের বাড়ি-বাড়ি যাবেন নির্বাচন কমিশনের কর্মীরা। দ্বিতীয়তঃ এখন থেকে নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম নথীভুক্ত করতে গেলে ১৭ বছর বয়স পূর্ন হলেই নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ভোটারের বয়স যখন ১৮ পূর্ণ হবে ঠিক সেই দিনেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম নথীভুক্ত করনের বার্তা পৌছে দেওয়া হবে সংশ্লিষ্ট নতুন ভোটারের কাছে। তৃতীয়তঃ এখন থেকে বছরে চার বার যথাক্রমে ১ জানুয়ারী, ১ এপ্রিল ১ জুলাই এবং ১ অক্টোবর ভোটারদের নাম নথীভুক্তকরনের সুযোগ মিলবে। রাজ্যেও এই নিয়ম চালু হচ্ছে চলতি বছরের ১ আগষ্ট থেকে।এই নয়া ব্যবস্থায় জাল ভোটারদের রোখা যাবে বলে অভিমত কমিশনের।