Site icon janatar kalam

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রিমিয়াম চা ব্র্যান্ডের সূচনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শনিবার মহাকরণের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম ব্র্যান্ডের নতুন চা পাতার চা প্যাকেটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ দপ্তরের আধিকারিক ও অন্যান্য কর্মকর্তারা। মূলত রাজ্যের উৎপাদিত চায়ের ব্যবহার মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন মোড়কে এই উদ্যোগ। যদিও রাজ্যের চা পাতার কদর এখন আগের তুলনায় অনেকটা বেড়েছে। তাকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সচেষ্ট রয়েছে নিগমের কর্মকর্তারা। তার জ্বলন্ত উদাহরণ যেন এদিনের এই কর্মসূচি। রাজ্যে বর্তমানে মোট চা বাগান রয়েছে ৫৪ টি। এর মধ্যে নিগম পরিচালিত তিনটি ও সমবায় পরিচালিত বাগান সংখ্যা রয়েছে ১২ টি। বাকি সবগুলি ব্যক্তি মালিকানাধীন। এদিন মহাকরণে নতুন মোড়কে চা প্যাকেটের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, চা বাগান গুলিতে অনুকূল পরিবেশ, ক্ষুদ্র চা চাষিদের সহায়তা, নিলাম কেন্দ্র স্থাপন, বাংলাদেশের চা রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা এবং চা চাষের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উপর গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা চা উৎপাদক হিসেবে পঞ্চম স্থানে রয়েছে। একে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Exit mobile version