Site icon janatar kalam

রাম কথা শুনলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাম কথা প্রচারের অষ্টম দিনে অমৃত কথা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সস্ত্রীক ডক্টর মানিক সাহা। এই কর্মসূচির অষ্টম দিন ছিল শনিবার। ভগবান রামচন্দ্রের বিভিন্ন বিষয় সনাতন ধর্মাবলম্বীদের সামনে উপস্থাপন করছেন দেশের প্রখ্যাত বাচিক শিল্পী মুরারী বাবু। অষ্টম দিন এই বাচিক শিল্পীর অমৃত কথা শুনলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী রাম কথা প্রচারে অংশ নিয়ে দেশের প্রখ্যাত বাচিক শিল্পীকে উত্তরীয় ও শাল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রখ্যাত বাচিক শিল্পীর ত্রিপুরা আগমনে রাজ্যের মাঠি ধন্য। সারা পৃথিবী জুড়ে রাম কথার প্রচার চলছে। যার ফলে গোটা পৃথিবীতে ভারত আজ এক অন্য স্থান নিয়েছে।

Exit mobile version