Site icon janatar kalam

মোদি@২.০ – বইটির উপর আলোচনাচক্র মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মোদি@২০ – বইটির উপর শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। বইটির উপর
শীর্ষক সেমিনারে আলোচনা পর্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর সুযোগ্য দিক নির্দেশনায় জনজাতিদের পাশাপাশি প্রতিটি জাতিগোষ্ঠীর আর্থ সামাজিক সার্বিক জীবনমান বিকাশে এক নয়া গতি সঞ্চারিত হয়েছে। দুর্নীতি প্রসঙ্গে জিরো টলারেন্স দৃষ্টিভঙ্গি সহ দেশমাতৃকার অনিষ্টকারীদের মোক্ষম জবাব দেওয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। এরসঙ্গে সমগ্র দেশের পাশাপাশি উত্তর পূর্বের বিকাশে আন্তরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন স্বরূপ অত্যাধুনিক মানের জাতীয় সড়ক সহ সার্বিক বিকাশ সর্বত্র প্রতিফলিত হচ্ছে। তিনি আরো বলেন,মোদি@২০ বইটি আমাদের আরও তথ্য সমৃদ্ধ হতে অন্যতম সহায়ক ভূমিকা নেবে।

Exit mobile version