Site icon janatar kalam

জেলা শাসককে উদ্বাস্তুদের ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার জেলাশাসকের দ্বারস্থ হলো পশ্চিম জেলা ও সিপাহী জেলা জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটির এক প্রতিনিধি দল। জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসকের সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা। আগামী সাত দিনের মধ্যে দাবি আদায় না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি বার্তা দিলেন কমিটির রাজ্য নেতৃত্ব। তাদের দাবি উদ্বাস্তুদের উদ্বাস্তু হিসাবে সরকারি স্বীকৃতি দেওয়া, সুষ্ঠু পুনর্বাসন ও এককালীন ৫ লক্ষ টাকা করে অনুদান প্রদানের। মূলত এই তিন দফা দাবি নিয়ে দিনের পর দিন তারা লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। তাই আবারো এই তিন দফা দাবি নিয়ে তারা দারস্ত হলেন পশ্চিম জেলার জেলাশাসকের। শুক্রবার পশ্চিম জেলা ও সিপাহী জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটির উদ্যোগে জেলাশাসকের উদ্দেশ্যে দেওয়া হয় প্রতিনিধি মূলক ডেপুটেশন। পশ্চিম জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্তের কাছে তাদের দাবি সনদের স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা। এদিনের এই ডেপুটেশনে ছিলেন উদ্বাস্ত কমিটির সভাপতি সজল পোদ্দার, চেয়ারম্যান গোপাল লস্কর ও সম্পাদক রাখাল দেবনাথ সহ আরো অন্যান্যরা

Exit mobile version