জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
প্রতিদিন রাজ্যের বহু মানুষ চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য জরুরী কাজে ছুটে যান কলকাতা। কিন্তু সেখানে যাবার পর রাজ্যবাসী কম কম পয়সায় একমাত্র থাকার ভরসা স্থল হল ত্রিপুরা ভবন। আর এই ভবনের পরিষেবা নিয়ে প্রতিনিয়তই ওঠে নানা প্রশ্ন। রাজ্যবাসীর জন্য তৈরি এই সরকারি ভবনের পরিষেবা এবার খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বৃহস্পতিবার তিনি কোলকাতার সল্টলেক সিটিতে অবস্থিত ত্রিপুরা ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভবনের যাবতীয় পরিষেবা খতিয়ে দেখে সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন। খাবারদাবার থেকে শুরু করে সকল প্রকারের সুবিধা রাজ্য থেকে আসা নাগরিকরা সঠিকভাবে পাচ্ছে কিনা তার বিস্তৃত খোঁজখবর নেন। বহিররাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আসা ত্রিপুরাবাসীর অন্যতম অবলম্বন এই ত্রিপুরা ভবনের পরিষেবা নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সচেতন বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধান করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।