Site icon janatar kalam

হর ঘর তেরেঙ্গা কর্মসূচির জোরদার প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সারা বছরব্যাপী সংঘটিত হয় আজাদীকা অমৃত মহোৎসব। এবছর দেশের প্রতিটি বাড়িঘরে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রত্যেকেই যাতে সেদিন নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন, তার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার। যে কর্মসূচির নাম দেওয়া হয় হর ঘর তেরেঙ্গা। আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। বৃহস্পতিবার পশ্চিম জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এদিন তিনি আরো জানান এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রশাসনিকভাবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকেই যাতে সেদিন জাতীয় পতাকা উত্তোলন করতে পারে তার জন্য ন্যায্য মূল্যের দোকান কিংবা পঞ্চায়েত অফিস, নগর ও পুর ওয়ার্ড থেকে ন্যূনতম মূল্যে জাতীয় পতাকা ক্রয় করতে পারবেন।

Exit mobile version