2023 বিধানসভা নির্বাচন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বিজেপি সদর কার্যালয়ে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক| বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ ,প্রদেশ বিজেপি রাজ্য প্রভারি বিনোদ শোনকর,প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া সহ বিভিন্ন স্তরের নেতারা। এই বৈঠকের পরেই দলের রাজ্য নেতৃত্ব, অফিস পদাধিকারী সহ বিভিন্ন শাখা সংগঠন প্রধানদের সাথেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠক করবেন বলে জানা যায় । শাসক দলের রাজ্য সংগঠনের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নেতৃত্বদের সাথে পরামর্শ করবেন। আগামী দিনে সাংগঠনিক স্তরে বেশ কিছু অদল বদল হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে দলীয় সূত্রে।