Site icon janatar kalam

লক্ষ্মী সাইগলের মৃত্যু দিবসে হলসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কোভিড বিধি নিষেধকে মান্যতা দিয়ে লক্ষ্মী সাইগলের মৃত্যু দিনটি হল সভার মধ্য দিয়েই উদযাপন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হল সভার কাজ শুরু হয় তিন লক্ষ্মী সাইগলের প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণের মধ্য দিয়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে আয়োজিত হল সভায় বক্তব্য রাখেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা ঝর্ণাদাস বৈদ্য, নারী নেত্রী রমা দাস, ছায়া বল প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন দেশের অখন্ডতা সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্যই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছেন তিনি। তার দেখানো পথকে অনুসরণ করেই আবারো নতুন করে লড়াই গড়ে তুলতে হবে। দেশের মানুষ এখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। দেশের অবস্থা যেরকম আকার ধারণ করছে তাতে মানুষের বেঁচে থাকাটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

Exit mobile version