জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হল রাজ্য সমবায় ব্যাঙ্কের ৩৯ তম বার্ষিক সাধারন সভা। রাজ্যের বিভিন্ন অংশ থেকে ল্যাম্পস ও প্যাক্সের কর্মী আধিকারিকরা অংশ নেন এতে। ব্যাঙ্কের বাৎসরিক হিসাব-নিকাশ সহ বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয় সভায়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। তিনি এদিন রাজ্যের সমবায় ব্যাঙ্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যের বিভিন্ন অংশে এখনও সমবায় ব্যাঙ্ক পরিষেবা নিয়ে পৌঁছাতে পারেনি। সাধারন মানুষের কাছে তার চাহিদা রয়েছে বেশ। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে ব্যাঙ্কের ঐ দুর্বলতা কাটানো যাচ্ছেনা বলে অভিমত মন্ত্রীর। তিনি ঐ অচলাবস্থা কাটিয়ে তুলতে যে দাপ্তরিক উদ্যোগ নিয়েছেন তা উল্লেখ করেন বক্তব্যে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন সহ রাজ্যের বিভিন্ন ফ্যাক্স ল্যাম্পসের কর্মকর্তারা।