রাজ্য সরকার ও প্রশাসন সামাজিক দূরত্বের পর বিশেষ গুরুত্ব দিলেও হেলদোল নেই রাজ্যের মানুষের , সোমবার রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে এমনি চিত্র পরিলক্ষিত হলো , যে জায়গায় রাজ্যের হাসপাতাগুলিতে দেখা যাচ্ছে সচেতনতার অভাব সে জায়গায় দাঁড়িয়ে কতটুকু সচেতন হবে রাজ্যের জনগণ সে নিয়ে রইলো ? তাছাড়া আদৌ কি ত্রিপুরা রাজ্য করোনামুক্ত রাজ্য হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারবে ?