Site icon janatar kalam

গ্রামীন ব্যাংক কর্মীদের ধর্না

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ব্যাংক বেসরকারিকরনের প্রচেষ্টার প্রতিবাদে এবং গ্রামীণ ব্যাংক কর্মীদের স্বার্থ ও সংশ্লিষ্ট বেশ কিছু দাবিদাওয়াকে সামনে রেখে এবার আন্দোলনে নামলো গ্রামীণ ব্যাংকের কর্মীরা। দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের তিন ঘন্টার গণ ধর্না কর্মসূচি সংঘটিত করে তারা। গ্রামীণ ব্যাংকের বৃহৎ সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। গোটা দেশ ব্যাপী তারা নানা আন্দোলন কর্মসূচির সংঘটিত করছে। এসোসিয়েশনের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলায় গণ ধর্না ও ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের যৌথ সংগ্রাম মঞ্চ। এদিন গ্রামীণ ব্যাংকগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে ও ব্যাংক কর্মীদের স্বার্থসৃষ্ট ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা রাধানগর বাস স্ট্যান্ড সংলগ্ন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গণ ধর্না কর্মসূচি সংঘটিত করে যৌথ মঞ্চের কর্মীরা। তিন ঘন্টার গণ ধর্না কর্মসূচি চলার পর যৌথ মঞ্চের এক প্রতিনিধিদল তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্থানীয় ব্যাংক আধিকারিক এর কাছে তুলে দেন।

Exit mobile version