জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কলেজে ভর্তির জন্য ছাত্র ছাত্রীদের কয়েকটি দাবি নিয়ে এবার সোচ্চার অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য সংগঠনিক কমিটি। শুক্রবার সংগঠনের কর্মীরা চার দফা দাবিতে আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি উচ্চমাধ্যমিক পাশ করা প্রতিটি ছাত্রছাত্রীর কলেজে ভর্তি সুনিশ্চিত করা, বাড়ির নিকটবর্তী কলেজে পছন্দমত বিষয় নিয়ে পড়ার সুযোগ দেওয়া, অনার্স কোর্স চালু ও আসন সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি। মোট চার দফা দাবিতে এদিন বিক্ষোভ কর্মসূচির শেষে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে এক স্মারক লিপি তুলে দেন সংগঠনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ও সম্পাদক রামপ্রসাদ আচার্য।