জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগামী ২৬ জুলাই আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী সনিধি প্রকল্পের মহাউৎসব। এতে শহর এবং শহর তলিতে যে স্ট্রিট ভেন্ডাররা আছেন তাদের এবং তাদের পরিবার বর্গদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তাদের সুযোগ সুবিধা সমস্যার কথা তুলে ধরা হবে। হবে মত বিনিময়। এই কর্মসূচির প্রচারের লক্ষ্যে বুধবার একটি প্রচার ভেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দিপক মজুমদার। পুর নিগমের মেয়র দিপক মজুমদার এদিন জানান সেদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিরা। থাকবেন আগরতলা পুরনিগমের, দপ্তরের আধিকারিকরা। এই লক্ষ্যে বুধবার পুর নিগমের পক্ষ থেকে একটি প্রচার ভেন চালু করা হয় যা আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে এই বিষয়ে প্রচার করবে।এই কর্মসূচিতে নগর নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররাও।