জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সোমবার অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া। নির্বাচিত প্রতিনিধিদের দেওয়া রায় এখন ব্যালট বাক্সে বন্দী। সেদিন রাজ্য বিধানসভাতেও অনুষ্ঠিত হয় ভোট। রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যে মোট ভোটার সংখ্যা নিয়ম অনুযায়ী ৬৩ জন। এর মধ্যে রাজ্যসভার আসনটি শূন্য থাকায় মোট ভোটার ছিল ৬২ জন। এদের মধ্যে একমাত্র সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা ছাড়া বাকি সবাই রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজ্য বিধানসভার লবিতে দাঁড়িয়ে ভোট দেন ৫৭ জন মন্ত্রী বিধায়ক। বাকি চারজন দিল্লির সংসদ ভবনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মঙ্গলবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই রাজ্যের ভোটারদের দেওয়া রায় বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লির সংসদ ভবনে। রাজ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্যের উপস্থিতিতেই এদিন বিধানসভার স্ট্রং রুম থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ব্যালট বক্স। আগামী ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার দিকেই।