জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর অগ্নিবীণা হলঘরে অনুষ্ঠিত হলো ৮ নংটাউন বড়দোয়ালী মন্ডলের কার্যকারিনী বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।রবিবার এক যুগে অনুষ্ঠিত হলো রাজ্যের সব কটি মন্ডলের কার্যকারীনি সভা।মন্ডল সভাপতি সঞ্জয় সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডলের কার্যকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই বৈঠকের গুরুত্ব প্রসঙ্গে তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন। এছাড়া সর্বভারতীয় স্তরে এবং রাজ্য স্তরে অনুষ্ঠিত কার্যকারিনী বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গুলি কিভাবে আগামী দিন কার্যকর করা হবে তানিয়েও এই বৈঠকে আলোচনা হবে।