Site icon janatar kalam

দল ভেঙে পঞ্চায়েত দখল নিল বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কংগ্রেস দলে আবারো বড়সড় ভাংগন। এবার কংগ্রেস দলের পরিচালিত গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ঘটনা কৈলাসহরের খাওরাবিল গ্রাম পঞ্চায়েতে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে নয় আসন বিশিষ্ট খাওরাবিল গ্রাম পঞ্চায়েতের ছয় জন কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য এবং তিন জন বিজেপি দলের পঞ্চায়েত সদস্য ছিল। কংগ্রেস দল পরিচালিত খাওরাবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন আব্দুল ছমদ। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের প্রধান আব্দুল ছমদের বিরুদ্ধে স্বদলীয় পঞ্চায়েত সদস্যরায় নানান দুর্নীতি নিয়ে সরব ছিলেন। ইদানীং কালে প্রধান স্বদলীয় পঞ্চায়েত সদস্যদের গুরুত্ব দিচ্ছে না। তাই পঞ্চায়েত সদস্যা মিতালী নমঃ এবং রমিজা বেগম পঞ্চায়েতের প্রধান আব্দুল ছমদের উপরে ক্ষোভ উগরে দিয়ে কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে-এর সাথে দেখা করে কংগ্রেস দল ত্যাগ করার ঘোষণা দেন। সেই মোতাবেক শনিবার বিজেপি নেতা নীতিশ দে কংগ্রেস দলের দুই পঞ্চায়েত সদস্যা মিতালী নমঃ এবং রমিজা বেগমকে সাথে নিয়ে এবং বিজেপি দলের তিন পঞ্চায়েত সদস্য আব্দুল গোপ্পার, ধীরেন্দ্র কুমার নমঃ ও ইন্দ্রজিৎ নমঃ এই পাঁচজন পঞ্চায়েত সদস্যকে নিয়ে ঊনকোটি জেলা পরিষদের অফিসে গিয়ে জেলা পঞ্চায়েত অফিসার রাজেশ দেববর্মার নিকট প্রধান আব্দুল ছমদের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন। এদিন নিতীশ দে জানান যে, আগামী কিছুদিনের মধ্যেই এই খাওরাবিল গ্রাম পঞ্চায়েতের আরও দুইজন কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য বিজেপি দলে সামিল হবে।
কংগ্রেস পরিচালিত কৈলাসহরের খাওরাবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যরা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে চলে আসায় এবং কংগ্রেসের দখলে থাকা পঞ্চায়েতটি বিজেপি দলের দখলে আসায় বিরজিত সিনহার খাস তালুকে জোর ধাক্কা বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।

Exit mobile version