জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বক্সনগর ব্লক অন্তর্গত বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ও মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রী প্রথমে মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে উদ্বোধন করেন।পরে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন ঘুরে দেখেন । এরপরই মুখ্যমন্ত্রী চলে যান বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। হাসপাতালের ডাক্তার ও সেবিকারা মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিদের পুস্প ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেন। উদ্বোধনের মূল অনুষ্ঠানটি হয় বক্সনগর কমিউনিটি হলের নজরুল মঞ্চের মাঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন- রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর চাইছে রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিসেবার আরও উন্নতি বিধান করতে।
হাসপাতালে ডাক্তার ও সেবিকাদের দিয়ে পরিষেবা দিলেই স্বাস্থ্যের উন্নতি হবে না। স্বাস্থ্যপরিসেবার উন্নয়ন করতে গেলে স্বাস্থ্যকর্মীদের প্রতি সাধারণ মানুষদের ও সহযোগিতার হাত বাড়াতে হবে। তখনই স্বাস্থ্য পরিষেবায় উন্নত হওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেব্বর্মা,জেলা শাসক বিশ্বশ্রী বি,ত্রিপুরা হজ্ব কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন,বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, সিপাহিজলা জেলার জেলাসভাধিপতি, রাজ্যের বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য্য ও কিশোর বর্মন সহ আরো অনেকে।