Site icon janatar kalam

দাবি আদায়ের স্মারকলিপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বাণিজ্যিক সিএনজি গ্যাসের দাম এক লাফে অনেকটা বাড়ানোর ফলে আর্থিক দিয়ে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। তাই বাণিজ্যিক গ্যাসের দাম কমানো সহ মোট পাঁচ দফা দাবিতে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যানের কাছে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিল। অল ত্রিপুরা কমার্শিয়াল ন্যাচারাল গ্যাস কনজিউমারস এসোসিয়েশন। চেয়ারম্যান দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের।তাদের বক্তব্য বর্তমান সরকারের নীতি হলো এক দেশ এক ট্যাক্স। কিন্তু এই নীতি বাস্তবায়ন করছে না, টিএনজিসিএল। প্রতিশ্রুতি ছিল প্রতি ইউনিট গ্যাসের মূল্য বৃদ্ধি করার আগে এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। এছাড়া আশ্বাস দেওয়া হয়েছিল প্রতিবছর অন্তত একবার কনজিউমার মিট করা হবে। কিন্তু কনজিউমার মিট নিয়েও কোন ধরনের তৎপরতা নেই।এসব বিষয় নিয়ে আলোচনা করতেই এদিন এসোসিয়েশনের প্রতিনিধিরা চেয়ারম্যানের মুখোমুখি হন।

Exit mobile version