Site icon janatar kalam

শিক্ষক বদলির প্রতিবাদে আন্দোলনের ঢেউ আগরতলায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ কর্মসূচি যেন রাজ্যে এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্কুলের ছাত্র-ছাত্রীরা এধরনের আন্দোলন কর্মসূচিতে শামিল হচ্ছেন। এবার এই আন্দোলনের ঢেউ এসে পড়ল রাজধানী আগরতলায়।
শনিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে। উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলের জনৈক শিক্ষককে শিক্ষা দপ্তর ধর্মনগরে বদলি করে। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই ক্ষোভ দেখা দেয় স্কুলের পড়ুয়াদের মধ্যে। শিক্ষা দপ্তরের শিক্ষক বদলির এই প্রক্রিয়া মেনে নিতে পারছেন না অভিভাবকরাও। তাই অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা এদিন ব্যস্ততম সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ এমনিতেই স্কুলে রয়েছে শিক্ষকের সংকট। ছাত্র-ছাত্রী তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা। এর মধ্যে আবার নতুন করে শিক্ষক বদলি। পরে পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে দপ্তরের অধিকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বলার পরামর্শ দিলে, অভিভাবকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। তবে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের দাবি পূরণ না হলে আগামী দিন প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় এদিন।

Exit mobile version