জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মঘাতী হলেন এক সরকারি কর্মচারী। ঘটনা আগরতলা শহরতলী চান্দিনামুড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম সুব্রত দেব। নিজ বাড়িতে ফাঁসিতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে বিগত বেশ কয়েক মাস ধরেই সুব্রতর স্ত্রী বাবার বাড়িতে বসবাস করছিল। অভিযোগ প্রায় সময়ই নাকি সুব্রত নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর উপর মানসিক নির্যাতন চালাত। তাই নিরুপায় হয়েই তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। বেশ কয়েকবার স্ত্রীকে আনার জন্য শশুর বাড়িতে গেলেও সুব্রত স্বভাব পরিবর্তন না করায় স্বামীর ঘরে আর ফিরে আসতে নারাজ স্ত্রী। এরপর থেকেই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে সুব্রত। এর মধ্যেই বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে তার দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকতে গিয়ে দেখে ঘরের মধ্যেই ফাঁসিতে ঝুলে রয়েছে সুব্রত। পারিবারিক অশান্তি থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে সুব্রতর মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।