Site icon janatar kalam

আরো ২৪০ টি অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরো ২৪০ টি অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। ২৪০ টি অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে পশ্চিম জেলায় ৩১ টি, গোমতি জেলায় ৩৭ টি, সিপাহিজলা জেলায় ২৫ টি, দক্ষিণ জেলায় ৩১ টি, খোয়াই জেলায় ৩১ টি, ধলাই জেলায় ২৭ টি, ঊনকোটি জেলায় ২২ টি এবং উত্তর ত্রিপুরা জেলয় ১৪ টি। যেখানে ব্রু সেটেলমেন্ট রয়েছে সেখানেও ২২ টি অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। সমাজ শিক্ষা এবং সমাজকল্যাণ দপ্তরে মাধ্যমে এই প্রস্তাবটি এসেছে। এর জন্য দ্রুত অঙ্গনওয়াড়ি সেন্টার স্থাপনের কাজ শুরু হবে বলে জানান তিনি। ২০১৮ সালে পুনবুনিয়া নামে একটি প্রকল্পের পদক্ষেপ নিয়েছিল উপজাতি কল্যাণ দপ্তর। ঘরে ঘরে রোজগারের জন্য গত মন্ত্রীসভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

Exit mobile version