Site icon janatar kalam

করোনা প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জনজীবন স্বাভাবিক রেখে করোনাকে মোকাবেলা করতে তৎপর হলো সদর মহকুমা প্রশাসন। মহকুমা শাসকের কার্যালয়ে আগরতলা শহরের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও আগরতলা শহরের ক্লাব ফোরামের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন মহকুমা শাসক।
স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোণায় আক্রান্ত হলেন ২১৪ জন। এর মধ্যে পশ্চিম জেলার পরিস্থিতি যেন ভয়ঙ্কর।এই জেলাতে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১৪১ জন। অন্য জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা সিপাহীজলায় ১৭ জন, গোমতিতে ১৮ জন, দক্ষিণ জেলায় ১১ জন, উনকোটিতে ১০ জন, ধলাইয়ে ৮ জন, উত্তর জেলায় ৭ জন ও খোয়াই জেলাতে নতুন করে আক্রান্ত হলেন ২ জন। যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে, তাতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সাধারন নাগরিক থেকে শুরু করে প্রশাসন। তাই জনজীবন স্বাভাবিক রেখে বিধি-নিষেধের মান্যতা দিয়ে করোণাকে প্রতিরোধ করার জন্য এবার ময়দানে নামতে শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল সদর মহকুমা শাসকের কার্যালয়। আগরতলা শহরের বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সদর মহকুমা শাসক অসীম সাহা। করোনার বিধি-নিষেধ মেনে ব্যবসা পরিচালনার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এদিনের বৈঠকে। প্রথমে ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে এবং দ্বিতীয় পর্যায়ে আগরতলা ক্লাব ফোরামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মহকুমা শাসক।

Exit mobile version