Site icon janatar kalam

শিক্ষামন্ত্রী আচমকা ভিজিট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আচমকা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর কমিটির বাৎসরিক মিটিং এ যোগদান করার জন্যই তিনি এই লাইব্রেরীতে এসেছিলেন। মিটিং এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান। এই স্টেট লাইব্রেরীর কমিটিতে রাজ্যের গুণীজনেরা রয়েছেন। বহিঃরাজ্যের ডিজিএম এই মিটিং এ যোগ দিতে এসেছেন। কারণ এই মিটিং এর মাধ্যমে লাইব্রেরীর আগামীর বাজেট তৈরি হবে। লাইব্রেরীর ডেভেলপমেন্ট এর জন্য মিটিং এ সার্বিকভাবে আলোচনা করা হবে। রতন বাবু বলেন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হলো মানবসম্পদ তৈরি করা। অর্থাৎ মানুষকে তৈরি করা। মানুষ যদি তৈরি হয়, তার সমস্যা সে নিজেই সমাধান করে নেবে। সেই মানুষ তৈরীর জন্যই লাইব্রেরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রতন বাবু বলেন রাজ্যের কম্পিটিটিভ পরীক্ষায় যারা বেশিরভাগ সফল হচ্ছেন তাদের অধিকাংশই বীরচন্দ্র স্টেট লাইব্রেরীতে স্টাডি করে সফলতা পেয়েছেন।

Exit mobile version