Site icon janatar kalam

সুর চড়াল কৃষক সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের কৃষি ক্ষেত্রগুলিতে চলছে চরম অব্যবস্থা। এর জেরে বেসামাল রাজ্যের কৃষক কূল। হেলদোল নেই সরকারের। বুধবার এমনই অভিযোগ তুলে কৃষি দপ্তরের বিরুদ্ধে সুর চড়ান সাড়া ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব। আর সেই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার কাছে দিলেন ডেপুটেশনও। সাংবাদিক সম্মেলনে এদিন কৃষক নেতা পবিত্র কর অভিযোগ করে বলেন,
বর্তমান সময়ে রাজ্যের কৃষক সমাজ নানা প্রতিকূলতার মধ্যে পড়েছেন। রাজ্যের কৃষি দপ্তর সংশ্লিষ্ট সমস্যাগুলি নিয়ে অবগত থেকেও নিচ্ছেনা কোনও উপযুক্ত পদক্ষেপ। তাদের অভিযোগ, বিগত বাম সরকারের আমলে রাজ্যকে খাদ্যে সয়ম্ভর করে তুলতে বহুবিধ পরিকল্পনা গ্রহন করেছিল। এর ফলও পেয়েছিলেন রাজ্যের কৃষকরা। কিন্তু এখন রাজ্যের কৃষকদের হাল বড়ই বেহাল হয়ে পড়েছে। এদিনের সাংবাদিক সন্মেলনে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন জি এম পি নেতা রাধাচরন দেব্বর্মা, মতিলাল সরকার।

Exit mobile version