জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রতিদিন রেকর্ড গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যেন মনে হচ্ছে করোণার চতুর্থ ডেউ প্রবেশ করল রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোণা আক্রান্ত হলেন ১৭৬ জন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় রয়েছেন পশ্চিম জেলায়। যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যেই করোণাকে প্রতিরোধ করার জন্য বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে।
তবে স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকাকে মান্যতা দিয়েই স্কুলগুলিতে চলছে এখন পঠন-পাঠনের কাজ। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করেই শ্রেণিকক্ষে শিক্ষাদান গ্রহণ করছেন পড়ুয়ারা। বুধবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে।