জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বচ্ছ ভারত কর্মসূচিকে আরো বেশি করে প্রসারিত করতে এবং বর্তমান করোণা পরিস্থিতিতে মানুষকে সুস্থ রাখার জন্য মাস্ক ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে গেইল ইন্ডিয়া লিমিটেড ত্রিপুরা শাখা। সচেতনতামূলক পদযাত্রার পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে মাস্ক তুলে দেওয়ারও উদ্যোগ নেয় সংস্থার কর্মীরা। বুধবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার রাধানগর এলাকায়।স্বচ্ছ ভারত পদ যাত্রার পাশাপাশি এদিন সংগঠনের কর্মীদের করোণা নিয়েও সচেতনতা বৃদ্ধি করতে তৎপর হতে দেখা গেল। রাজ্যে যেভাবে করোনা উদ্বেগ জনক ভাবে বাড়ছে তাতে করে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তাই যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে অন্যদের সচেতন থাকার বার্তা দিলেন গেইলের কর্মীরা।