Site icon janatar kalam

মিড ডে মিল কক্ষে রহস্যজনক আগুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নাশকতা মূলক আগুনে পুড়লো এবার ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার তৈরি করার রান্নাঘর। ঘটনা আগরতলা শহরতলী ইন্দ্রনগর ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ে। সাত সকালে প্রাত বিভাগের কর্মীরা স্কুলে এসে প্রত্যক্ষ করেন স্কুলের মিড ডে মিল কক্ষে রহস্যজনক আগুন। স্থানীয় দুষ্কৃতিকারী এবং সমাজদ্রোহীদের এই কাজ বলে ধারণা।বুধবার সকালে স্কুলের প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা এবং মিড ডে মিলের কর্মীরা স্কুলে এসে দেখতে পান মিড ডে মিল কক্ষে আগুন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও, কিভাবে এই আগুনের সূত্রপাত তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। কারণ মিড ডে মিল কক্ষে নেই কোন বিদ্যুতের ব্যবস্থা, ছিল না গ্যাস সিলিন্ডারও। তাই স্বাভাবিকভাবেই প্রত্যেকেরই আশঙ্কা, স্থানীয় দুষ্কৃতিকারী এবং সমাজদ্রোহীদের এই কাজ।

Exit mobile version