Site icon janatar kalam

বাগদেবীর আরাধনায় মশগুল পড়ুয়ারা প্রস্তুতিতে

বাগদেবীর আরাধনায় মাতোয়ারা ভূলোক বলা চলে আধুনিক সমাজে এই পূজা ভালোবাসা দিবস। যৌবন কুড়ি দেওয়ার আগেই মনের খাচায় বাসা বানায় মনের মানুষ। তবে প্রথা বিলুপ্ত হয়নি পূজার। বিদ্যালয়ের ছেলে মেয়েরা মাকে নিয়ে বিভোর। প্রতিমা সহ পূজার সামগ্রী ক্রয় করে গাড়ি করে নাচে গানে মশগুল। মেয়েরা বিভোর সাজে। শাড়ি সিলেকশন করছে কোনটায় মানাবে। খাওয়া দাওয়া না করে উপোশ করে পড়াশুনায় ভালো ফলাফলের আশা মায়ের চরনে। চারদিকে সাজো সাজো রব। পুজোর জিনিসের ও চড়া দাম হাফিয়ে উঠছে সবাই।

Exit mobile version