Site icon janatar kalam

স্ব সহায়ক দলের দুই দিনের কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে সোমবার থেকে শুরু হল বাছাই করা তিনটি স্ব সহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে দুই দিনের বিশেষ কর্মশালা। এদিনের এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। উপস্থিত ছিলেন নিগমের মেয়র ইন কাউন্সিল স্বপ্না সেন সরকার সহ আরো অন্যান্যরা। আগরতলা পৌর নিগম এলাকায় বর্তমানে স্ব সহায়ক দলের সংখ্যা রয়েছে ১১১৫ টি। পর্যায়ক্রমে সব কয়টি গ্রুপকেই এধরনের প্রশিক্ষণের আওতায় আনা হবে। লক্ষ্য একটাই দলের সদস্যদের আত্মনির্ভর করে তোলা। এদিন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, দেশের ও রাজ্যের সরকার মহিলাদের স্বয়ংভর করে তোলার জন্য কাজ করে চলেছে। মহিলাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় বর্তমান সরকার। প্রশাসনিক ক্ষমতা থেকে শুরু করে সব দিক দিয়েই মহিলারা এখন প্রায় প্রথম সারিতে। তাই এই সুযোগে কাজে লাগাতে হবে মহিলাদের।

Exit mobile version