Site icon janatar kalam

গোটা বিশ্বের সাথে রাজ্যেও উদযাপিত মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গোটা বিশ্বের সাথে রাজ্যেও উদযাপিত মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা। সকালে প্রতিটি মসজিদে মসজিদে বিশেষ নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনটি পালন করছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কেন্দ্রীয়ভাবে এদিন সকালে মূল নামাজ আদায় অনুষ্ঠানটি হয় আগরতলা গেদুমিয়া মসজিদে। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি কুরবানীর ঈদ। গত দুই বছর ঈদের জমজমাট আয়োজনে ভাটা পড়লেও এবছর সেই ঘোর কাটিয়ে ঘটা করে ঈদুজ্জোহা উৎসবে সামিল হলেন গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের এই ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়েছেন। সাত সকাল থেকেই ইদুজ্জোহা উৎসবে মেতে উঠলেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সকালে প্রতিটি মসজিদেই বিশেষ নামাজ আদায়ের জন্য উপস্থিত হন ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। নামাজ আদায়ের পর একে অপরের সাথে কুশল বিনিময় করেন তারা। ঈদ উৎসব উপলক্ষে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যেন তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে রবিবার সকালে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল নামাজ আদায় অনুষ্ঠানটি হয় আগরতলা গেদুমিয়া মসজিদে। সেখানে নামাজ পাঠ করেন মোঃ বোহার উদ্দিন। রাজধানীর গেদু মিয়া মসজিদে আয়োজিত নামাজে স্থানীয় সংখ্যালঘুদের পাশাপাশি আগরতলায় কর্মরত বহির রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও সামিল হয়েছেন। সবমিলিয়ে করোণা রেশ কাটিয়ে বিধি-নিষেধ মেনেই এক প্রকার উৎসবের আমেজে রাজ্যে উদযাপিত ইদুজ্জোহা।

Exit mobile version