জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
পাঞ্জাবে বাইক দুর্ঘটনায় নিহত রাজ্যের সন্তান তথা বিএসএফ জওয়ানের কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হলো নিজ বাড়িতে। কমলপুরের ছোট সুরমা গ্রামের বাসিন্দা সঞ্জয় সূত্রধর গত বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের ফরিজপুরে বাইক দুর্ঘটনায় পথের বলি হলেন। শনিবার নিহত জওয়ানের মৃতদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হলে, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান এলাকার বিধায়িকা সহ আরো অনেকে। পরে বিএসএফ জওয়ানদের তরফে দেওয়া হয় গার্ড অফ অনারের শেষে গ্রামেই সম্পন্ন হয় শেষকৃত্যের কাজ। কমলপুর থানার ছোট সুরমা গ্রামের বাসিন্দা সঞ্জয় সুত্রধর ১১৬ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত ছিল। গত ৭ জুলাই রাত ৯টা নাগাদ পাঞ্জাবের ফরিজপুর সড়কে বাইক চালিয়ে ক্যাম্পের কাজে যাওয়ার সময় লড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিএসএফ জওয়ান সঞ্জয় সুত্রধরের মৃত্যু হয়। তার এই মৃত্যুর খবর রাজ্যে এসে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। কমলপুরের ছোট সুরমা এলাকার বাসিন্দা সঞ্জয়ের পরিবারে রয়েছে স্ত্রী ও ৪ বছরের এক ছেলে সহ আত্মীয় স্বজন। মৃত জওয়ান সদ্য কমান্ডো বাহিনীর ট্রেনিং নিয়ে ছিলেন।